তালায় এক মঞ্চে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
জ্যৈষ্ঠ প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় এক মঞ্চে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্টানে মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে ও মাগুরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো: হান্নান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের সদস্য নাজমুল নাহার মুন্নি,তালা উপজেলা আ’লীগের সহ সভাপতি খোরশেদ আলম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম এম সেলিম হোসেন,খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,তালা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি,কুমিরা ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু,বীর মুক্তিযোদ্ধা তালা উপজেলার ডেপুটি কমান্ডার ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও খলিশখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান,বেসরকারি উন্নয়ন সংস্থার (সাস) পরিচালক ইমাম আলী,শহিদুল রহমান ডানলাপ,শিক্ষক সজীবদৌল্লা প্রমুখ। কোরান তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়। পরবর্তীতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ ও অনুষ্ঠানের সভাপতি বলেন,দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে। এক এক করে এখন আমরা দুই জন সংসদ সদস্য পেয়েছি। এজন্য আমাদের চাওয়া পাওয়ার অপেক্ষার অবসান হল। এলাকার রাস্তা-ঘাট,কালভার্ট-ব্রীজের নির্মাণ সহ সার্বিক উন্নয়ন হবে।