তালায় দলিত যুব গ্রুপ সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত
জ্যৈষ্ঠ প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় দলিত যুব গ্রুপের সদস্যদের এ্যাডভোকেসী, মানবাধিকার, নেতৃত্ব, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫সেপ্টেম্বর) তালা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত কর্মশালায় যুবদের সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন,তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম.জুলফিকার রায়হান। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, ইয়াফসি-২ প্রকল্পের অধিন প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন, দলিত যুব ঐক্য পপরিষদের সভাপতি সাগর দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলিত’র ম্যানেজার (অডিট এ্যান্ড মনিটরিং) উত্তম কুমার দাস। অন্যান্যদের মধ্যে দলিত’র ইয়াফসি-২ প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোশ্যাল মবিলাইজার মো. ফারুক হোসেন ও উজ্জ্বল কুমার দাস সহ দলিত’র প্রকল্প কর্মকর্তাগণ এবং ৩৫জন দলিত যুব গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের এ্যাডভোকেসী, মানবাধিকার, নেতৃত্ব প্রদান, দায়িত্ব ও কর্তব্য পালন সহ সংবাদ সংগ্রহ এবং সাংবাদিকতার নীতি পালন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।