তালায় ষাটঊদ্ধ ব্যাক্তির লাশ উদ্ধার
জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ষাটঊদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) উপজেলার কুমিরা ইউনিয়নের চারাবট তলা নামক স্থানের মোল্লা ব্রিকস্ এর পিছনের ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশ,উপজেলার তেরছি গ্রামের মৃত:পুলিন চন্দ্র ঘোষের ছেলে হারান ঘোষ (৬২)।
স্থানীয়রা জানায়,উদ্ধার হওয়ায় লাশের গায়ে জামা ছিল না। তবে পরনে লুঙ্গি ছিল। সেই সাথে একটি পলিথিনে কিছু খাদ্য সামগ্রী পাওয়া গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন,লাশটি শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া গেছে। সে একজন মস্তিষ্ক বিকৃত লোক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিন চারদিন ধরে সে নিখোঁজ ছিল।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হিটস্টকে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।