তালায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
জৌষ্ঠ্য প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা কেশবপুর সড়কে মোটর সাইকেলের ধাক্কায় হামিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুমিরা এলাকার বাবুর পুকুর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত নারী কুমিরা দাইপাড়া গ্রামের নফর দফাদারের স্ত্রী।
কুমিরা ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান,বেলা ১২ টার দিকে হামিদা বেগম বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় তাকে একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দেয়। এর ফলে তিনি গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টার দিকে মৃত্যু হয় তার।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।