তালায় সাবেক সোনালী ব্যাংকের সিবিআই নেতার মৃত্যু ।
সাতক্ষীরার তালা উপজেলায় সোনালী ব্যাংকের সাবেক জেলা সিবিআই ফেডারেশনের নেতা রুহুল আমিন হাওলাদার (৬২) মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (১১) সকাল ১০টার পরে চিকিংসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তিনি বালিয়াদহ গ্রামের শেখ ছমিরউদ্দীন মাস্টারের জামাতা ও মৃত: জয়নুউদ্দীন হাওলাদারের পুত্র। সম্প্রতি তিনি কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেন। মেসেনজার পদে তিনি চাকরি জীবন শুরু করে মাঠ সুপারভাইজার পদে পদোন্নতি পেয়ে অবসরপ্রাপ্ত হন।
মহুরুমের পুত্র হিরো হাওলাদার জানান,ভোর রাতে আমার পিতা ষ্টোকে আক্রান্ত হয়। পরবর্তীতে আমরা তাকে চিকিংসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। প্রথমে তিনি সুস্থ হয়ে উঠে ছিলেন। কিন্তু সকাল ১০টার পর তার অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বাদ আছর তার জানাজা হয়েছে।
মাওলানা হাফেজ মাসুদুর রহমান তার জানাজা সম্পন্ন করেন।