তালার সন্তান জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
জোষ্ঠ্য প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গাজী মোমেন উদ্দীন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জেলা পর্যায়ে ম্যাধমিক শাখায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সোমবার (৭আগস্ট) সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। এসময় ক্রেস্ট ও সনদ তুলে দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আমানুল্লাহ আল হাদী। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
গাজী মোমেন উদ্দীন প্রসাদপুর গ্রামের মৃত: মো: আকমান আলী গাজী ও মৃত: কুলসুম বেগমের জ্যেষ্ঠপুত্র। তিনি শিক্ষা জীবন শুরু করেন তালার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে। কপিলমুনি কলেজ থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে সরকারি বি এল কলেজ থেকে বাংলায় সম্মান সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হন। তিনি ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনি কর্মরত আছেন।