দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ “প্রাণিসম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুর, সদর, দিনাজপুর এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করা হয়েছে।
সারা দেশ ব্যাপী একযোগে ৪৪১টি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে উদ্বোধণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার উদ্বোধণী বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের অবদান এবং আমিষ পূরণে অবিলম্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। বিশেষ করে পুষ্টির চাহিদা পূরণ করতে একেক জন খামারিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রাণিসম্পদ মন্ত্রনালয় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে আলোচনা সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আরা জ্যোস্না, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী রানা, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ ও দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারী মোফাস্সের রহমান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, বিড়াল, কুকুর, পোষা পাখি, সৌখিন পাখি, গৃহপালিত পশু-পাখিসহ ৪৪টি স্টল পরিদর্শন করে এবং ১৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার হিসেবে আর্থিক অনুুদান প্রদান করা হয়। সর্বশেষে রংপুর বেতারের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন বিভাগের কর্মকর্তা ও খামারী একেএম আব্দুস সালাম তুহিন। এসময় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সারোয়ার হোসেন ও জেলা ভ্যাটেরিনারী অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রমা রায়।