গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল অন্ধ
মানুষের দৃষ্টি সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের সভাপতি শাকিল আহমেদ বলেছেন, অবিলম্বে এই হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। এছাড়া হাসপাতালের দাতা সংস্থা আন্ধেরী হিলফে জার্মানী, অরবিস ইন্টারন্যাশনাল, সাইটসেভার্স ইন্টারন্যাশনাল, ব্র্যাক, লাইকোসহ সকল সংস্থা যাদের আর্থিক ও কার্যকরী দিক নির্দেশনার কারণে চক্ষু হাসপাতালটি আজ সেকেন্ডারী লেভেল হাসপাতালে উন্নীত হয়েছে। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল অন্ধ মানুষের দৃষ্টি সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং আগামীতেও রাখবে।
২৫ মে শনিবার গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর রেটিনা ভবনের হলরুমে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুর এর বার্ষিক সাধারন সভা (এজিএম)-২০২৪ এর সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ। বিগত বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক জনাব আলী, শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী পরিষদের সদস্য মো: আব্দুস সবুর চৌধুরী। সাধারন সভার বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুর এর সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ সুজা উর রব চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, নির্বাহী সদস্য এ্যাডঃ মোঃ মেহেরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য মোঃ সেলিম আক্তার চৌধুরী। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন শাহ-ই-মবিন জিন্নাহ, এ্যাডঃ গোলাম মোঃ সাখাওয়াত হোসেন, এম.এ জব্বার, ডাঃ ডিসি রায়, ডাঃ ওয়ারেস আলী সরকার, মোঃ মুক্তা, সেতারা বেগম, শামসুল আলম, ডাঃ আলমগীর, গোলাম মোস্তফা। সাধারন সভার বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থিত সাধারন সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে তা অনুমোদন প্রদান করেন। চক্ষু হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ইলিয়াস আলী খান এডিন ও ডাঃ কাকলী চৌধুরী ভালো চিকিৎসক হিসেবে প্রাপ্ত সম্মাননা ক্রেস্ট জেলা প্রশাসকের কাছ থেকে গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ