দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল-২০২৪) কালিতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা’র আহ্বায়ক অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির শিক্ষক কৃষিবিদ অধ্যাপক ড. আবু হাসান, কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ সাইফুল হুদা।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, শিক্ষক কর্মচারী ঐক্যজেটের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, শিক্ষক নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ আজিজার রহমান, মোঃ রুস্তম আলী, কর্মচারী ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ইসাহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলাসহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশের সার্বিক কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।