ফরহাদ হোসেন নীলয় দেবহাটা প্রতিনিধি:দেবহাটা: ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় আ’লীগের সমাবেশে বিএনপি-জামায়াত কর্তৃক বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩’শ নেতাকর্মী আহত এবং আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহতের ঘটনার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন দল বাংলাাদেশ আ’লীগ। সোমবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আ’লীগের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কয়েক হাজার নেতাকর্মীর স্বতষ্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে শহিদ আবু রায়হান চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতাকালে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনাসহ বর্বরোচিত এ ঘটনায় জড়িত বিএনপি-জামায়াত ক্যাডারদের দৃষ্টান্তমুলোক শাস্তির দাবি জানান বক্তারা।

পোস্টটি শেয়ার করুনঃ