দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামীদের উৎপাতে আতংকে দিন কাটছে বাদি পরিবারের
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিটিয়ে একই পরিবারের পাঁচজনকে গুরুতর জখমের ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের উৎপাতে রীতিমতো আতংকে দিন কাটাচ্ছেন বাদি পরিবারের সদস্যরা। ঘটনাটি উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের। ওই গ্রামের শেখ আবু বকর সিদ্দিকীর ছেলে পারুলিয়া বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, কয়েক বছর আগে চাঁদপুর গ্রামস্থ তাদের বসতভিটা লাগোয়া রামনাথপুর মৌজায় নিলামমূলে মালিকানার ৭০ শতক জমি স্থানীয় সাজ্জাত হোসেনের দুই ছেলে শামীম ও শামু’র কাছ থেকে তারা পাঁচ ভাই যৌথভাবে ক্রয় করেন। বর্তমানে জমিটি বিক্রেতা শামীম ও শামু’র চাঁচতো ভাই কায়েস হোসেন, ইদ্রিস আলী, আইয়ুব হোসেন, ও কামাল হোসেনসহ অন্যান্যরা জবরদখল করে রাখায় জমি কিনেও দখল বুঝে পাচ্ছেননা জাহাঙ্গীর হোসেন ও তার পরিবার। এনিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
গত ২ জুন সকালে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তিনিসহ তার দুই ভাই হাফিজুর রহমান ও তৌহিদ হোসেন এবং ভাবি খাদিজা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ কায়েস হোসেন, ইদ্রিস আলী, আইয়ুব হোসেন, ও কামাল হোসেনসহ অন্যান্যরা।
এঘটনায় তার বোন রীনা খাতুন বাদি হয়ে প্রতিপক্ষের ৫ জনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা (নং- ০১) দায়ের করেন। মামলার বিচারকার্য চলাকালে কামাল হোসেনের জামিন মঞ্জুর করলেও অপরাপর আসামী কায়েস হোসেন, ইমন হোসেন, ইদ্রিস আলী ও আইয়ুব হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে সাতক্ষীরার আদালত। এরপর কিছুদিন পালিয়ে ছিলেন ওয়ারেন্টভুক্ত এসব আসামীরা।
জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আত্মগোপন থেকে সম্প্রতি এলাকায় ফিরেছে ওয়ারেন্টভুক্ত আসামীরা। রাতের আধারে এসব আসামীরা তাদের লাঠিশোঠা নিয়ে মহড়া দেয়া সহ ইট পাটকেল ছুড়ে তাদেরকে উত্যক্ত করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন। তারা বলেও, আসামীদের একভাই পুলিশে কর্মরত রয়েছেন। তাদের গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্ট জারি থাকলেও কিছু অদৃশ্য কারণে তাদেরকে গ্রেপ্তার করছেননা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তারা বলেন, আসামীরা প্রায় প্রতিরাতে তাদের বাড়িতে ঢুকে উৎপাত করছেন। বিষয়টি বারবার মামলার তদন্তকারী অফিসার দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলামকে জানিয়েও আশানুরূপ কোন ফল না পাওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছেন।
এব্যাপারে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, পুলিশের তথ্যানুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিন