দেবহাটা প্রতিনিধি:

অভ্যন্তরীন কোন্দলকে পুঁজি করে দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেনকে পিটিয়ে জখমের ঘটনায় জড়িত ৪ নেতাকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গতসোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বহিষ্কৃতরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হোসেন লিয়ন, তার ভাই জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাসকিন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুশফিকুর রহিম সৈকত এবং জেলা ছাত্রদলের সদস্য রাফিজ হোসেন। উল্লেখ্য, গত ৪ জুলাই সাতক্ষীরা জেলা শহরে একটি প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে পুষ্পকাটিতে মোটরসাইকেলের গতিরোধ করে উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেনকে পিটিয়ে জখম করেন কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের অনুসারীরা। এঘটনায় আহত ফরহাদ হোসেনের বাবা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুনঃ