দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সফল মৎস্য খামারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্রসহ পুরষ্কার বিতরণ করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, সাবুর আলী, দেবহাটা কলেজের প্রভাষক আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবি সম্প্রদায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ মাছ উৎপাদন, রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধকরণ সহ বিভিন্ন বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। পরে উপজেলার তিনজন সফল মৎস্য খামারীকে পুরষ্কৃত করা হয়।