দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রোগ্রামের গুনগতমান, স্ব-পর্যালোচনা এবং স্পনসরশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৩-২৪ আগষ্ট উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সুশীলনের সিডিও মিজানুর রহমান, নীলকান্ত, মোমেনা খাতুন, জোসনা বালা, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম, হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ হাফিজুল ইসলাম প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। দুইদিন ব্যাপী কর্মশালাটিতে উপজেলা ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুনঃ