দেবহাটায় বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেপ্তার
দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই অরুবা সুলতানা, এসআই গিয়াস উদ্দীন ও এএসআই আব্দুর রহিম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর ১৬/২১(দেবঃ) মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং ও সিআর ৩০৯/২০২০ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী খাসখামার গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে ইসমাইল হোসেন (৩৫), নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৯ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং- ৯) আসামী বেজোরআটি গ্রামের আহ্বান আলীর ছেলে আলকামা সরদার (২০),২৩ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং-১১) আসামী রত্নেশ্বরপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আবুল কালাম আজাদ (৭৬), ২৪ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত চুরি মামলার (নং-১২) আসামী মাঘরির চক গ্রামের সবুর গাজীর ছেলে ইব্রাহিম হোসেন (২২)। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।