দেবহাটা প্রতিনিধি:

সারাদেশে অসাধূ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে পবিত্র রমজানে যখন নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন মুল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক তখনই বাজার মুল্য নিয়ন্ত্রণে দেবহাটাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে মুল্য তালিকা না টাঙিয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা, উচ্চ মুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি, ভারতীয় ঔষধ বেচাকেনা সহ বেশ কিছু অপরাধের দায়ে মোবাইল কোর্টে সখিপুর বাজারের মুদি দোকানি আনছার আলী, বেলাল হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা এবং জনতা ফার্মেসির মালিক দেবু বিশ্বাসকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জান। এছাড়াও পারুলিয়া ও সখিপুরের কাঁচাবাজার, কলা ও খেজুরসহ বিভিন্ন ফলের দোকান, ফলের দোকান ও হোটেল রেস্তরা গুলো পরিদর্শনকালে স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ ও নির্ধারিত মুল্যে ভোক্তাদের কাছে পন্য বিক্রির জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বাজার মুল্য নিয়ন্ত্রণে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

পোস্টটি শেয়ার করুনঃ