দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণে আমাদের ভূমিকা ও দেশের প্রচলিত আইন সংক্রান্ত মতবিনিময় সভা ও বিষয়ভিত্তিক ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ মুক্তকরণে আমাদের ভূমিকা ও দেশের প্রচলিত আইন সংক্রান্ত বিষয়ক মূল আলোচনা রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও দেবহাটা থানার এসআই সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু। অন্যান্যদের মধ্যে সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, সিডিও মিজানুর রহমান, মোমেনা খাতুন, ৪টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, ম্যারেজ রেজিস্টার, ধর্মীয় নেতা, পুরোহিত, সুধীজন উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের প্রয়োগ করার পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া বাল্যবিবাহ সংক্রান্ত বিবাহের দাওয়াত এড়িয়ে যাওয়া এবং বিবাহ বন্ধের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে বলেও জানানো হয়। তাছাড়া ম্যারেজ রেজিস্টার ও ধর্মীম নেতা, পুরোহিতদের বাল্যবিবাহ না পড়ানোর জন্য ভূমিকা পালন করতে হবে বলেও জানানো হয়।