দেশবাসীকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী,


মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান
ও মহান্ত এষ্টেটের এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাঙালী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী,শারদীয় দূর্গাপূজার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় তিনি বলেন,
আগামী (২০ অক্টোবর) শুক্রবার ২রা কার্তিক শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমি চাই, চির-চিরায়ত বাণী চিরন্তন; শিষ্টের পালন- দুষ্টের দমন, এ মূল নীতিতে আলোকিত হোক মর্ত্যলোক!
শিষ্টের পালন- দুষ্টের দমন এই মতাদর্শে গোমস্তাপুর উপজেলাসহ সারাদেশ মাদক মুক্ত, অশ্লীল নৃত্য, শব্দ ও পরিবেশ দূষণ মুক্ত হোক
চিরায়ত ঐতিহাসিক বাংলার সহস্র বর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির চীরভাস্বর উৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচে বড় আনন্দ উপলক্ষ্য, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতিআন্তরিক শুভেচ্ছা ও প্রণঢালা অভিনন্দন জানান।
তাঁরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, শিষ্টের পালন আর দুষ্টের দমন শ্বরণ করে, শিষ্টের পালন আর দুষ্টের দমন, এ মূল নীতিতে আলোকিত হোক মর্ত্যলোক এই প্রার্থনা করেন তিনি।উল্লেখ্য এ সময় তিনি আরও জানান আমি প্রতি বছর আমার ব্যক্তিগত উদ্যোগে,পূজা মন্ডপ করে থাকি কিন্তু এই বছর আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে পূজা মন্ডপ করতে পারবো কিনা সেই ব্যাপারে শঙ্কা রয়েছে।