ধুলিহর মাছের পোনা অবমুক্ত
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৩ | ৭:৪৮
102 ভিউ
মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তার ভূমি অফিসের সরকারী পতিত পুকুরে নিজ উদ্দ্যেগে গত বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।এ সময় তিনি বলেন দেশে প্রচুর মাছের চাহিদা থাকা স্বত্বেও পর্যাপ্ত উৎপাদন কম হচ্ছে। ফলে আমাদের প্রত্যেকের নিজ নিজ দ্বায়িত্বে স্ব স্ব অবস্থান থেকে মাছের উৎপাদনে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি দেশের সব পরিত্যক্ত পুকুরে মাছ চাষ করার জন্য সবাই কে আহবান জানান এবং প্রতিবছর সব পতিত পুকুরে মাছ চাষ করতে সবাই কে উদ্বুদ্ধ করেন।