নড়াইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া থানার পাশেই লক্ষীপাশা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া খেয়াঘাট এলাকায় ব্রিজের নিচে (নবগঙ্গা নদী) অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আনুমানিক বয়স ৫০ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।