নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৪
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে মারামারি ও মাদক মামলায় ছয়, আট ও নয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খায়রুল আলী, আহম্মদ আলী, শফিকুল ইসলাম ও মোঃ শুভ বিশ্বাস, রমজান বিশ্বাস কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। খায়রুল আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে; আহম্মদ আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে; শফিকুল ইসলাম লোহাগড়া থানার রায়গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে ও মোঃ শুভ বিশ্বাস রমজান বিশ্বাস লোহাগড়া থানার কুন্দসী গ্রামের আঃ জলিল বিশ্বাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নি:) শেখ কামরুজ্জামান, এএসআই (নি:) মোক্তার হোসেন, এএসআই (নিঃ) জামরুল ইসলাম ও এএসআই (নঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার লাহুড়িয়া ও পৌরসভাধীন এলাকার নিজ বাড়ি থেকে অদ্য ভোরে তাদের গ্রেফতার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।