নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ইকবাল মোল্যা (৪০) নামে এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার(১১ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে। নিহত ইকবাল মোল্যা উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার দ্বীন মোহাম্মদ মোল্যার ছেলে। পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়,রাত সাড়ে ৭টার দিকে ইকবাল মোল্যা তার বাড়ির নিজস্ব মিটারের তারে সমস্যা দেখা দেয়। তিনি নিজে লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশতঃ লাইনের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়। নিহত ইকবালের ছোট দুটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এব্যাপারে কালিয়া থানার ওসি তদন্ত মোঃ রতনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।