নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। সোমবার (৪সেপ্টেম্বর) রাতে তালা থানা কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইনামুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির,তালা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার রায়হান,মিজানুর রহমান,হায়দার আলী প্রমুখ।
বিগত বুধবার(৩০আগস্ট) তালা থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিমের কাছ থেকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম পিপিএম দায়িত্বভার গ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি গ্রামের শেখ মোশারফ হোসেনের পুত্র। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন।
সৌজন্য সাক্ষাৎতে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের ভূয়সী প্রশাংসা করা হয়। সেই সাথে অপরাধ দমনে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এসময় তিনি।