নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মো: তসিকুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল শুক্রবার ১৩ ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসনের র্যালি, আলোচনা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিশেষ মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় নাচোল রেলস্টেশন মাঠ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি রেলস্টেশন মাঠেই শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি নাচোল উপজেলার প্রকৌশলী, মোঃ রফিকুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি )সবুজ হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, কার্য সহকারি মোঃ শাহিন রেজা, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ আব্দুল্ হক, নাচোল মডেল প্রেসক্লাব এর সভাপতি মোঃ তসিকুল ইসলাম, নাচোল মডেল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও নাচোল উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সবুজ হাসান, অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত বিশেষ মহড়া প্রদর্শন করেন। এই অনুষ্ঠানটিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানো শেখানো হয়। বিভিন্ন এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।