আবুল হোসেন , নাচোল , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১ নং সরকারি খাস খতিয়ান ভুক্ত পুকুর ও সমবায় কর্তৃক নিবন্ধনকৃত সমিতির তিন জালিয়াতি চক্রোদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় নাচোল উপজেলার বাস্টান্ড মোড়ে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাচোল উপজেলার সর্বস্তরের জনগণ কয়েকটি ব্যানারে জালিয়াতির তিন চক্রের ছবি দিয়ে মানববন্ধন পালন করেন। নাচোল উপজেলার বিভিন্ন জায়গার ভুক্তভোগীরা মানববন্ধনে তিন চক্রদের নাম উল্লেখ করে ব্যানারে বাস স্ট্যান্ড মোড়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তাদের তিন চক্রোদের কয়েক দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। তিন চক্ররা হচ্ছেন জালিয়াতির প্রধান নাচোল পৌর কাউন্সিলর আকবর হোসেন, দুর্নীতিবাজ অফিসার মোস্তাফিজুর রহমান (মিঠন) ও জালিয়াতি চক্রের মাস্টার মাইল মোখলেসুর রহমান (মনির), মানববন্ধনে জানা গেছে জালিয়াতির তিন চক্র আপন তিন ভাই। তারা হলেন নাচোল উপজেলার হামেদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। মানববন্ধনে ভুক্তভোগী জাহাঙ্গীর মেম্বার, (আশ্রয়ন প্রকল্পের) আনারুল ইসলাম, আশ্রয়ন প্রকল্পের জোসনা মারডি, সাব্বির, মিঠন, রিতা, হামেদপুর গ্রামের আকতার আলি সহ অনেকেই। তারা মানববন্ধনে তিন চক্রোদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। উপজেলার আম জায়ন গ্রামে আশ্রয়ন প্রকল্পের ৭৫ টি পরিবারের পুকুর জোর করে দখল নিয়ে খাচ্ছে জালিয়াতির প্রধান আকবর হোসেন এবং পুকুরে নামলে বিভিন্ন প্রকারের হুমকি দেন আকবর এবং বেশি বাড়াবাড়ি করলে রেপ কেসে ফাসিয়ে দেবো। এবং তিন চক্রের সদস্য বিভিন্ন মামলা দিয়ে মিথ্যা হয়রানি করাচ্ছে ভুক্তভোগীদের। এ সময় মানববন্ধনে প্রায় আট শতাধিক জনগণ উপস্থিত ছিলেন এবং ভুক্তভোগীদের দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পোস্টটি শেয়ার করুনঃ