ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

আশ্রায়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে নাটোরের বড়াইগ্রামে আরও ৮০ গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে বড়াইগ্রামে ৮০ টি ঘর রয়েছে। এরমধ্যে ছাতিয়ানগাছা আবাসন প্রকল্পে ১৭ টি, চৌমুহন আবাসন প্রকল্পে ৩৩টি, বাহিমালী আবাসন প্রকল্পে ৩০টি, এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ইতিমধ্যে বড়াইগ্রামকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুর রহমান,বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আঃ বারী,বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের মোহাম্মদ আলী গাজী, সিনিয়র সাংবাদিক সাইফুর ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

পোস্টটি শেয়ার করুনঃ