ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া থানার অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি মোঃ সাব্বির আহমেদ ওরফে আবু সাইদ (২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

বৃহঃস্পতিবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের দিকে ডিএমপি ঢাকা বিমানবন্দর এলাকায় র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (৩ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ ছাব্বির আহমেদ ওরফে আবু সাইদ নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, সিংড়া থানার মামলা নং ৩৬, তারিখ ২০/১০/২০১২ ইং জিআর নং ৩৭৭/১২ তারিখ ৫/৪/২০২৩ ;ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২৩) এর ৯(৩)/৩০ এর অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিক্তিতে নাটোর জেলার সিংড়া থানার অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১নং আসামিকে ডিএমপি ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
পরে আটককৃত আসামীকে বরাইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

পোস্টটি শেয়ার করুনঃ