ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধি:

‘মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বনপাড়া পৌর শহরের লাজ ভেগাস চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবাদিক সংগঠন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক রতন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, তথ্য ও গবেষণা সম্পাদক সৈকত হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ওমর ফারুক খান, আব্দুল হামিদ প্রমুখ।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছে।

ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধি
০১৭৬১৯৪৯৫২৬
৩।৫।২৪

পোস্টটি শেয়ার করুনঃ