জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে নিয়ামতপুর খাদ্যগুদামে খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ কামরুজ্জামান, মিল মালিক সমিতির সদস্য আসাদুজ্জামান চৌধুরী প্রমূখ।

সংশ্লিষ্ট খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার দুটি খাদ্যগুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে ৩ শ ৯৭ মেট্রিক টন চাল ও ৩২ টাকা দরে ২৩ শ ২৭ টন ধান ক্রয় করা হবে। # ২৭ মে ২০২৪ ইং

পোস্টটি শেয়ার করুনঃ