নিয়ামতপুরে উদয়ন ক্লাবের উদ্যোগে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা ফুটবল মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২৬ আগস্ট) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কাঠাল পাড়া একাদশ ও সাওতান বয়েজ। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে সাওতান বয়েজ ৪-৩ গোলে কাঠাল পাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উদয়ন ক্লাবের সভাপতি বাবুল রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহাদী হাসান পায়েল, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ক্লাবের সদস্য হোসেন আলী প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এজন্য সকলের সহযোগিতায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। উল্লেখ্য (২৪ আগস্ট) তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।