নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর ) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা হলরুমে উপজেলার ৬২ টি দূর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা সার্কেলের (এএসপি) মতিয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামাণিক প্রমূখ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনা প্রদান করা হয়।