নিয়ামতপুরে বিষ পানে প্রাণ গেল কিশোরী নারীর
জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে রুবেদা (১৫) নামের এক কিশোরী নারীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে। রুবেদা টগরইল গ্রামের রুবেল হোসেনের মেয়ে। পরে স্বজনরা অবস্থা বেগতিক দেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
আত্মীয় স্বজন ও থানা সূত্রে জানা গেছে, ওই নারীর বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ও মা অন্যত্র গিয়ে বিয়ে করলে একা হয়ে পড়ে রুবেদা। তার চাচারা কিশোরী বয়সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রহনপুর বোয়ালিয়া গ্রামের আবু সাইদ (৩০) এর সাথে ৪ বছর আগে বিয়ে দেন। বিয়ের দু’বছরের মাথায় একটি পুত্র সন্তান জন্ম দেয় রাবেদা। অপরদিকে ওই নারীর স্বামী ঢাকায় গার্মেন্টসে চাকুরি নিয়ে সকলের অগোচরে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক অশান্তির কারণে রাবেদা বাবার বাড়িতে থাকছিলেন। ঈদের আগে রাবেদাকে নিজ বাড়িতে নিয়ে যাবেন বলে টগরইল গ্রামে আসেন তার স্বামী আবু সাইদ। স্বামীর সাথে যেতে রাজি না হওয়ায় তালাকের হুমকি দেন তার স্বামী।
(ওসি) মাইদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় রাবেদার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার একটি মামলার প্রস্তুতি চলছে।