জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মেহেদী হাসান ।

 

এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৫ ১৭,৮৬,৮৩০ টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৫,১০,৬৬,৪৬২ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭,২০,৩৬৮ টাকা।

এ সময় হিসাব সহকারী কাম – কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু তাহের,সদস্য,আবুল কামাল আজাদ ভেলু,বশির আহম্মেদ, আলাউদ্দিন,আব্দুল হাই,খাইরুল ইসলাম তরফদার, জাহাঙ্গীর, মাহাবুর রহমান, মহিলা সদস্য, আমবেরা বেগম,সালমা খাতুন,মরিয়ম, গ্রাম পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ