নুনগোলায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু।
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার ।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে মোটর চালিত সেচ পাম্পে কাজ করতে গিয়ে আবুল হোসেন (৬৫) নামক এক ব্যক্তির বিদ্যুৎ স্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি বাঁধন ডাঙা গ্রামের মৃত বাচার পুত্র। তিনি বুধবার ২৩ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে তার মোটর পাম্পে কাজ করছিল। বেলা আনুমানিক ১২ টার দিকে তিনি বৈদ্যুতিক মোটরের স্লুইস অন করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।তিনি ৩ সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি সদস্য মোঃ কুরমান আলী।