ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ ( ০৪জুন২০২৪) বেলা ১০ টায় ঢাকা মতিঝিল যুব ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কেন্দ্রীয় পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক পিল্টন মিয়া, গোপালগঞ্জ জেলার সভাপতি রাইসুল ইসলাম মিনা ও সহ-সভাপতি অমিও, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি স্বপন সেন, কুড়িগ্রামের সভাপতি কেএম রমজান, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন বঙ্গবন্ধুর বেকার নিরসনের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাদের দাবি একটাই ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পটি স্থায়ীকরণ করা হোক। কেন্দ্রীয় সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা বলেন আমি — ন্যাশনালের বেকার ও সাধারণ বেকারদের অনেক ভালোবাসি, তাই তো বার বার জীবন বাজি রেখে তাদের জন্য রাজপথে নেমে আসি। কারন বেকার জীবন অনেক কষ্টের, সবাই যেনো বেকার জীবন থেকে মুক্তি পায় আল্লাহর কাছে এই কামনা করছি। পরে সভাপতি আতিকুর রহমান রাজা একটা প্রতিনিধি টিম নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ সাইফুজ্জামানকে ন্যাশনাল সার্ভিস কর্মীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন। মহাপরিচালক বিষয়টি আমলে নিয়ে বিবেচনা করার আশ্বাস দেন। সর্ব শেষ সভাপতি বলেন সারা বাংলাদেশ থেকে যে সকল ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পের কর্মী ভাইয়েরা এসেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও যদি কোন কর্মসূচি ঘোষণা করা হয় আপনারা সবাই আজকের ন্যায় ঐক্যবদ্ধভাবে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

পোস্টটি শেয়ার করুনঃ