পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হালচাষের সময় ট্রাক্টর উল্টে নিহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হালচাষের সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে এনামুল হক (৩০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। রোববার (৩ জুলাই) রাতে উপজেলার তিরনইহাট খয়খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত এনামুল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কোম্পানিজোত এলাকার খাদেমুল হকের ছেলে
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নে হাল চাষ করার সময় ট্রাক্টরটির চাকা খালে পড়ে গেলে সেটি উদ্ধারের জন্য এনামুল হক অন্য একটি ট্রাক্টর দিয়ে উত্তোলন চেষ্টা করছিলেন। এ সময় বুঝে উঠার আগেই ট্রাক্টরটি উল্টে গেলে চাপা পড়ে চালক ঘটনাস্থলে নিহত হয়। পরে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন