মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায়, গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শেষে তাদের প্রতিবেদন দাখিল করেছেন।

ঘটনার ২৪ দিন পর (১২ মে)রবিবার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: সিদ্দিক আলী, গত ৭ মে এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

পরে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, তদন্ত কমিটি তাদের কার্যক্রম পরিচালনাকালে শতাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেছেন। তাদের বক্তব্যে এ ঘটনার সাথে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধিসহ অনেকের সম্পৃক্ততা ছিলো। এটি বিভিন্ন ভিকটিমদের বক্তব্যে উঠে এসেছে। তবে মন্দিরে অগ্নিসংযোগের বিষয়ে আগুন লাগানোর সাথে, দুই সহোদর জড়িত কিনা সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্দিরে কে আগুন দিয়েছে সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। দুই সহোদর কিংবা অন্য কোনো শ্রমিক আগুন লাগিয়েছে কিনা, সে বিষয়ে প্রত্যক্ষদর্শী কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিরাজ হোসেন জানান, এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ