পাইকগাছায় চেতনা নাশক দিয়ে অচেতন করে সর্বস্ব লুট ; আহত -৫
স্টাফ রিপোর্টার: তরিকুজ্জামান
পাইকগাছার পল্লীতে একই পরিবারের ৫ সদস্যকে চেতনা নাশক দিয়ে অচেতন করে নগদ অর্থ ও স্বর্নলংকার লুট করার ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
বুধবার রাতে উপজেলার রাড়ুলিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়ির পরিবারের সদস্যরা বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে এ সময় দুর্বৃত্তরা চেতনা নাটক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের ভিতর থেকেআলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়।
এদিন এস রহমান বাড়িতে ছিলেন না।অচেতন ব্যক্তিরা হলেন এস রহমানের ছোটভাই মেহেদী হাসান(টুকু)(৪২), দুই স্ত্রী শারমীন আক্তার(৩০)ও রানী বেগম(২৫) ছেলে ফয়াজ হাসান(১২)ও আরিজ হাসান(৭)। এদের মধ্যে দুর্বৃত্তরা শারমিন আক্তার কে ছুরিকাঘাত করে বলে তিনি জানান। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকৎসাধীন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, যারা জড়িত আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে পুলিশ। ।