পাটকেলঘাটায় গ্রাম- ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মতিউর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-
পাটকেলঘাটায় গতকাল কালীবাড়ি রামকৃষ্ণ পূজা অনুষ্ঠানে গ্রাম- ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা শাখার সভাপতি ডাঃ এস এম হাদিউজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম- ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা ডাঃ মোহন সাধু,সাবেক কোষাধ্যক্ষ ডাঃ শংকর দাশ,ধানদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাঃ পংকজ দাশ,ডাঃ সিরাজুল ইসলাম, সরুলিয়া ইউনিয়নের গ্রাম- ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডাঃ অরুণ কুমার কর,ডাঃ কুঞ্জ বিহারী প্রমুখ। গ্রাম- ডাক্তার কল্যাণ সমিতির ডাক্তারা সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত দেড় শতাধিক রুগী দেখেন। এছাড়া আগামী বছর পাটকেলঘাটা কালীবাড়ি রামকৃষ্ণ পূজা অনুষ্ঠানে আবারও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে রুগীদের আশ্বাস দেন।