পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৩ | ১১:০০
82 ভিউ
জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) পাটকেলঘাটা থানা এলাকার তৈলকূপ গ্রামে মিঠুন দাশ(২০) নামের এক যুবককের মৃত্যু হয়। সে তৈলকূপ গ্রামের হরেন দাশের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,সন্ধ্যার দিকে বিদ্যুতের তারে ভেজা কাপড় মেলার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্বজনেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী চিকিংসা কেন্দ্রে নেওয়া সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন বলেন,ঘটনাটি তিনি জানতে পেরে, ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছেন।