পাটকেলঘাটার কুমিরা বাসস্টান্ডে পরিবহন ও ড্রাম ট্রাকের মুখোমূখি সংঘর্ষ: আহত-৭
পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাসস্টান্ডে পরিবহন ও ডাম্পার ট্রাকের মুখোমূখি সংঘর্ষে ড্রাইভার হেলপার ও সুপারভাইজার সহ আহত ৭ হয়েছে। শুক্রবার রাত ১০:৩০ মিনিটের দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এইচ আর পরিবহন(যশোর-ব-১১-০১৩৭) ও অপর দিক খুলনা থেকে বালি পাথর বহনকারী ড্রাম ট্রাক( ঢাকা মেট্রাে-ট-১৫-১৩৬৯) কুমিরার বাসস্টান্ড টানিং পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পরিবহন ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। পরিবহনের হেলপার সুপারভাইজার ও ট্রাকের ড্রাইভার আহত হয়। স্থানীয়রা আহদের উদ্ধার করে । পাটকেলঘাটা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। এ সময় প্রায় ৩০ মিনিট খুলনা- সাতক্ষীরা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে।