পাটগ্রামে চার সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা


হাসিবুল পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতাঃ
লালমনিরহাট জেলার পাটগ্রামে গলায় ফাঁস দিয়ে বিউটি বেগম (৩০), নামে এক নারী আত্মহত্যা করেছে।২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব আজিজপুর রাধানাথ গ্রামে এ ঘটনা ঘটে।
বিউটি বেগম একই গ্রামের জহির উদ্দিনের মেয়ে।
একই গ্রামের মো: জান্নাতুল ইসলাম এর স্ত্রী বিউটি বেগমের বয়স ৩০ বছর। পরিবারে ৪ ছেলে-মেয়ে রেখে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায় নি। জানা যায়, আজ সকালে নিজ ঘরের দরজা খুলতে যায় তার সাত বছরের মেয়ে আতশি। দরজা খুলেই দেখতে পায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মায়ের লাশ।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিউটি বেগম দীর্ঘদিন হতে মানসিক রোগে ভুগছেন। কেউ কেউ বলছেন পারিবারিকভাবে অশান্তিতে থাকা বিউটি বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ শেষে মৃতকে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।