পাটগ্রামে জাতীয় শোক দিবস পালন
হাসিবুল ইসলাম
পাটগ্রাম(লালমনিরহাট)
পাটগ্রামে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পাটগ্রামে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়ামে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (পাটগ্রাম -হাতিবান্ধা)আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল ওয়াজেদ,পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীগণ দোয়া মাহফিল ও আয়োজন করেন।