পাটগ্রামে বাজার ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ
হাসিবুল পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতাঃ লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম এল জি ই ডি প্রকল্প বাস্তবায়ন কতৃক পাটগ্রাম পৌর সভায় স্থাপিত ১ কুটি ৮৩ লক্ষ্য টাকা নির্মানে বাজার ভবন পরিদর্শন করলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ ।
পাটগ্রাম উপজেলার প্রকৌশলী মাহ বু- উল আলম। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন পাটগ্রাম পৌর সভায় স্থাপিত এল জি ই ডি প্রকল্প বাস্তবায়ন কতৃক ১ কুটি ৮৩ লক্ষ্য টাকার বাজার নির্মান ভবনটি পরিদর্শন করলাম কাজ খুব সন্তুেষ্ট জনক হয়েছে। এখন দরখাস্ত আহবান করা হবে,আগ্রহী যায়া আছে তাদের মধ্যে দোকান ভাড়া দেওয়া হবে।