পোরশায় আদিবাসী ফুটবল টুর্নামেন্টে ” খাদ্যমন্ত্রী। সুনীল কুমার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় বরেন্দ্র অঞ্চলে সুষ্ঠু সুন্দর উৎসব পরিবেশে ৩ নং ছাওড় ইউনিয়নের, স্থান :- মশিদপুর হাই স্কুল মাঠে, আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন, আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন আদিবাসী ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, জনাব বাবলু ওরাও , সভাপতি, আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন , পোরশা উপজেলা শাখা।
আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন, আদিবাসী ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন।
প্রধান অতিথি : বীর মুক্তিযোদ্ধা, জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আদিবাসী ফুটবল টুর্নামেন্টের,পরিচালনায়।
রামলাল কেরকেটা,
ও অভিনাশ তিজ্ঞা, পোরশা উপজেলা শাখা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,
জনাব মনিরুজ্জামান , সহকারী ভূমি কমিশনার পোরশা উপজেলা শাখা,
আলহাজ্ব আনারুল ইসলাম, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখা,
আলহাজ্ব মোজাম্মেল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ পোরশ উপজেলা শাখা,
মো : জহিরুল হক, অফিসার ইনচার্জ, পোরশা নওগাঁ,
শুকুরাম লাকড়া, উপদেষ্টা, আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন, পোরশা, নওগাঁ।
মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, ৩ নং ছাওড় ইউনিয়ন পরিষদ,
কর্নেল হাঁসদা, উপদেষ্টা, আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন, পোরশা, নওগাঁ।
তাজামুল শাহ, ক্রিড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পোরশা উপজেলা শাখা, নওগাঁ।
জুবায়ের হোসেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পোরশা উপজেলা শাখা, নওগাঁ।
ও মুর্শিদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক,
ও মুর্শিদপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক,
ও আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলার পরে
খাদ্যমন্ত্রী বিজয়ী দলের মাঝে একটি গরু, রানার্স আপ দলের মাঝে একটি খাসি, পুরস্কার হিসাবে হাতে তুলে দেন।
ও আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠনে নগদ 50.000 টাকা প্রদান করেন।
আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠনের,
আদিবাসী ফুটবল টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, মো :- হুমায়ুন কবির ও দুইজন সহকারী রেফারি।