পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সুনীল কুমার
পোরশা নওগাঁ প্রতিনিধি :
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নিকান্ড নির্বাপন বিষয়ে নানারকম কৌশল নিয়ে মাঠ মহড়া প্রদর্শন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন,
জনস্বাস্থ্য কর্মকর্তা আল আমিন,
উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোয়াজ্জেম হোসেন।
এসময় সিসিডিবি সংস্থার উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।