প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করতে ইচ্ছুক – এমডি আতাউর রহমান –
হাসিবুল ইসলাম,পাটগ্রাম সংবাদ দাতাঃ লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায় আমানতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক সোনালী, রূপালী,প্রবাসী কল্যাণ ব্যাংক, এর এমডি আতাউর রহমান প্রধান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করতে ইচ্ছুক।এসময় তিনি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের বিদায়ী আত্নার শান্তি কামনা করে দেশের কল্যাণে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশাশ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।