প্রশংসায় ভাসছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা
এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল চরবিশ্বাস উইনিয়নের দক্ষিণ চর আগস্তী মুজিব কেল্লায় বসুন্ধরা শুভ সংঘ স্থুলে গত ১৪/৯/২০২৩ইং রোজ বৃহস্পতিবার সন্দা আনুমানিক ৭ ঘটিকায় বসুন্ধরা শুভসংঘ আয়োজনে মিজান মোল্লার সভাপতিত্বে, রাসেল হাওলাদারের সঞ্চলনায়, কোমল মতি শিশুদের কবিতা, ছড়া বর্নমালা পাঠদান সহ বৃক্ষ রোপন অনুষ্ঠানে, বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে বুড়ো গৌরাঙ্গ নদী পাড়িঁ জমিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় প্রশংসায় ভাসছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জন স্বাস্থ্য উপ প্রকৌশলী, বসুন্ধরা শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়নের উপদেষ্টা মন্ডলী আবুছায়েম গাজী, সাকু হাওলাদার, ডাঃ আবু হানিফ ও বসুন্ধরা শুভ সংঘ সকল নেতৃ বিন্দু।
প্রধান অতিথি বলেন বসুন্ধরা শুভ সংঘ স্থুলের কোমল মতি শিশুরা পাঠদান থেকে ঝড়ে না যায় সেজন্য তাঁদের পাঁশে থেকে উৎসাহিত করার সকলের প্রতি আহ্বান জানান এবং ছোট ছোট কোমল মতি শিশুদের কবিতা, ছড়া, বর্নমালা আবৃত্তি দেখে মুগ্ধ হয়ে বই ও স্কুল ব্যাক শিশুদের মাঝে বিতরণ করবে বলে আশ্বাস দেন তিনি।