ফিংড়ীর বালিথায় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আরশাদ আলী ।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী স্মার্ট ইউনিয়নের বালিথায় ৪৮ তম শোক দিবস উপলক্ষে শুক্রবার ২৫ আগষ্ট বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’ লীগের সভাপতি শেখ আঃ রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হোসেন মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হোসেন,ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ আজমির হোসেন বাবু, ইউনিয়ন আ’ লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদ আব্দুল মজিদ, ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ আরশাদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান হারুন ।