বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা নবনির্বাচিত কমিটির নিকট দ্বায়িত্ব হস্তান্তর
মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা সদরের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
২২ মে বুধবার বিকেলে নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম খান বাবুর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম খান বাবু, প্রতিষ্ঠানের সুপার রমজান আলী ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যসহ দাতা সদস্য আইয়ুব আলী, মহিলা অভিভাবক সদস্য মোছাফুজ্জামান মুকুল, সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালী, মাওঃ আবুল হাসান, সাংবাদিক আবুল বাশার, রাজিয়া খাতুন , জহিরুল হক , মাওঃ আবুল খায়ের, জেসমিন নাহার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল গফুর , কুদ্দুস খাঁন, এবং অএ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা সকলকে একসাথে কাজ করার আহবান জানান।